চট্টগ্রামের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.আ.) স্মরণে ৭২তম পবিত্র মিরাজুন্নবী (দ.) উদযাপন ও গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার চট্টগ্রামের কাগতিয়া দরবার শরীফে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা অধ্যক্ষ শায়খ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, আলহাজ্ব মীর কায়কোবাদ, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।
এতে মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী বলেন, শরীয়তকে পরিপূর্ণ অনুশীলন এবং প্রিয় রাসূল (দ.) এর মুহাব্বত ও অনুসরণের মাধ্যমে হযরত গাউছুল আজম (রা.) অলৌকিকভাবে বায়াতে রাসূল (দ.) এর মধ্য দিয়ে খলিফায়ে রাসূল (দ.) এর আলিশান মর্যাদা অর্জন করেছেন, মাশাআল্লাহ। যে পথ ধরে হযরত গাউছুল আজম (রা.) আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন সেই মহান পথের সন্ধান পাওয়ার জন্য প্রতিষ্ঠিত করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের তরিক্বত। যে তরিক্বতে রয়েছে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ, তাওয়াজ্জুহ এর মাধ্যমে প্রিয় রাসূল (দ.) এর বাতেনি নূর ক্বলবে গ্রহণ, ফয়েজে কুরআন, মোরাকাবা, তাহাজ্জুদ, জিকিরে জলী ও জিকিরে খফির ব্যবস্থাপনা।
বিডি প্রতিদিন/জামশেদ