চট্টগ্রাম নগরের অলি খাঁ মসজিদ মোড়ে নির্মিত ইসলামি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন।
এ সময় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, অলি খাঁ বেগ মসজিদ একটি ঐতিহ্যবাহী মসজিদ। এর ঐতিহাসিক পটভূমিকা রয়েছে। মনুমেন্ট আমরা করেছি যাতে পরবর্তী প্রজন্ম বুঝতে পারবে এ মসজিদটির গুরুত্ব অনেক বেশি। এ মসজিদের ঐতিহ্য, নিদর্শন ও পুরাকীর্তি শুধু চট্টগ্রামের মানুষকে নয় বাংলাদেশের ১৬ কোটি মানুষকে আকৃষ্ট করে। চট্টগ্রামের সৌন্দর্যবর্ধনে ইসলামি স্মৃতিস্তম্ভটি ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, মানুষ যখনই চট্টগ্রামে আসে এই ওয়ালি বেগ খাঁ মসজিদটি দেখতে আসে। আমি মনে করি, এটা তাদেরকে আরও বেশি আকৃষ্ট করবে। চট্টগ্রামের সৌন্দর্যবর্ধনে এটা ভূমিকা রাখবে।
মেয়র বলেন, 'রাজনৈতিক যে একটা কালচার হয়ে গেছে, যে আসবে তার ছবিটা দিয়ে ম্যুরাল বানানো, এটা আসলে স্থায়ী নয়। আল্টিমেটলি যে স্টেজে গিয়ে আরেকটি দল আসে, সেটা ভেঙে ফেলা হয়। এটা আমরা দেখেছি। আমরা মনে করি, আমাদের যে কালচার, আমাদের মসজিদের যে সৌন্দর্যবর্ধন এবং এর যে একটা অতি পুরাতন ঐতিহ্য-এটাকে সংরক্ষণ করতে হবে।'
তিনি বলেন, 'ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। অলি খাঁ মসজিদ চট্টগ্রামের ঐতিহ্য। এর ঐতিহাসিক পটভূমি রয়েছে। এ মসজিদকে স্মরণীয় করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এ মসজিদ ৮০ থেকে ১০০ বছরের পুরাতন স্থাপনা। আমি মনে করি চকবাজার মোড়ের এ ম্যুরাল মানুষকে আরও বেশি আকৃষ্ট করবে।'
এ সময় উপস্থিত ছিলেন চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, বিএনপি নেতা কামরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা