সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০০ মেধাবী শিক্ষার্থী পেয়েছে ‘ফাহিম আল চৌধুরী ট্রাস্ট’ বৃত্তি।
শনিবার সকালে জকিগঞ্জের পরচক মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য ও ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়।
ট্রাস্টের সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফাহিম আল্ ইসহাক চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষার উন্নয়নে ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক অবদান নিয়ে বক্তব্য রাখেন ট্রাস্টের সচিব মো. শাব্বির আহমদ ও অন্যান্য অতিথিরা।
গত বছরের ১৫ ও ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ২ হাজার ৮১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে তিন গ্রেডে ৫৯৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। এর মধ্যে পঞ্চম শ্রেণির ২৬২ জন, ষষ্ঠ শ্রেণির ১০৮ জন, সপ্তম শ্রেণির ১১৫ জন এবং অষ্টম শ্রেণির ১০৮ জন শিক্ষার্থী রয়েছে।
বৃত্তি হিসেবে মেধা গ্রেডের শিক্ষার্থীদের আড়াই হাজার টাকা, প্রথম গ্রেডের শিক্ষার্থীদের ২ হাজার টাকা এবং সাধারণ গ্রেডের শিক্ষার্থীদের দেড় হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এমআই