চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আর কোনো বাধা নেই আলিস আল ইসলামের। বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কারণে পরীক্ষার মুখোমুখি হওয়া এই রহস্য স্পিনার সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আজ (২৭ জানুয়ারি) বিসিবির আম্পায়ার্স কমিটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গত ১৯ জানুয়ারি চিটাগং কিংসের হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে বল করেছিলেন আলিস। তবে সেই ম্যাচের পর তার বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারের সন্দেহ উঠে। এরপর ২৫ জানুয়ারি মিরপুর শের-ই বাংলায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। পরীক্ষায় সফল হওয়ায় আলিস এখন স্বাভাবিকভাবেই খেলা চালিয়ে যেতে পারবেন।
এর আগে ২০১৯ সালের বিপিএলেও আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল। সেবারও পরীক্ষা দিয়ে তিনি নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফিরেছিলেন। এবারও সেই চ্যালেঞ্জ পেরিয়ে মাঠে নামার অপেক্ষায় এই তরুণ স্পিনার।
বিডি প্রতিদিন/আশিক