টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন সন হিউং মিন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে টটেনহ্যাম।
চলমান মৌসুম শেষে এই দক্ষিণ কোরিয়ান তারকার সঙ্গে আগের চুক্তি শেষ হয়ে যেতো স্পার্সের। তবে, ২০২১ সালের চুক্তির ক্লজ অনুযায়ী এই মেয়াদ বাড়ানোর ব্যাপারে নির্ভার ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবটি।
টটেনহ্যামের জার্সিতে ৪৩১ ম্যাচ মাতিয়েছেন সন। ২০২৩ সালের আগস্টে কোচ হওয়ার পরপরই তাকে ক্লাবের অধিনায়ক বানান আনগে পোস্তেকোগলু।
ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটলেও দক্ষিণ কোরিয়ান তারকা চেয়েছিলেন নতুন করে দীর্ঘমেয়াদে চুক্তি হবে।
এই গ্রীষ্মে ক্লাবটির সঙ্গে পথচলা ১০ বছর পূর্ণ সনের। এরই মধ্যে ক্লাবে লিজেন্ডের কাতারে পৌঁছে গেছেন তিনি। যদিও সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে সমালোচিত হচ্ছেন এই লেফট উইঙ্গার।
টটেনহ্যামের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা সন, করেছেন ১৬৯ গোল। যদিও ২০০৮ সালের পর থেকে চলা শিরোপা খরা ঘুচাতে পারেননি তিনি।
আগামীকাল বুধবার কারাবাও কাপের সেমিফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে পোস্তেকোগলুর দল।
বিডি প্রতিদিন/কেএ