‘ব্র্যাক ব্যাংক ডেভেলপমেন্ট কাপ উইমেন্স হকি’ টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। গতকাল রাজধানীর দুটি পৃথক ভেন্যুতে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দুটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে ঝিনাইদহ ৮-০ গোলে রংপুর জেলাকে এবং দ্বিতীয় ম্যাচে ঠাকুরগাঁও ১৮-০ গোলে কুমিল্লা জেলাকে হারিয়েছে। কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী হকি গ্রাউন্ডেও আরও দুটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের তৃতীয় ম্যাচে রাজশাহী জেলা দিনাজপুরকে ৩-০ গোলে এবং যশোর জেলা পটুয়াখালীকে ১১-১ গোলে পরাজিত করেছে। বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) এই আয়োজনে ১০টি জেলা ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। গ্রুপ এ- দিনাজপুর, যশোর, চট্টগ্রাম, পটুয়াখালী ও রাজশাহী জেলা। গ্রুপ বি- বিকেএসপি, ঝিনাইদহ, ঠাকুরগাঁও, রংপুর, কুমিল্লা এবং কিশোরগঞ্জ জেলা।