চলছে নতুন আঙ্গিকের উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াই। রাউন্ড অব সিক্সিটিনে খেলতে বেশ বেগ পেতে হয়েছে বড় অনেক দলকে। তাদের আগে প্লে-অফ পর্ব খেলতে হয়েছে। যার মধ্যে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও পিএসজির মতো দল ছিল। সেখান থেকে বাদ পড়ে ম্যানচেস্টার সিটি। তবে আগেই শেষ ষোলো শীর্ষে আটে জায়গা করে নিয়েছিল লিভারপুল, বার্সেলোনার মতো দলগুলো। টুর্নামেন্টের শেষ ষোলোতে এসে ইউরোপের মর্যাদাপূর্ণ শিরোপা জিততে মরিয়া দলগুলো। রাউন্ড অফ সিক্সটিনের খেলা হবে দুই লেগে। প্রথম লেগের খেলা ৪ ও ৫ মার্চ।
গতকাল মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ-অ্যাটলেটিকো মাদ্রিদ, আর্সেনাল-পিএসভি, লিলি-বরুসিয়া ডর্টমুন্ড ও অ্যাস্টন ভিলা-ক্লাব ব্রুজ। আজ বড় ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল এবং পিএসজি। গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোয় উঠেছে লিভারপুল। নকআউট খেলতে হলেও সম্প্রতি দারুণ ছন্দে আছে প্যারিসের ক্লাবটি। দুরন্ত ফর্মে দেম্বেলে। তাই এ ম্যাচের দিকে নজর থাকবে ফুটবলপ্রেমীদের। বেনফিকার বিরুদ্ধে মাঠে খেলতে নামবে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। গ্রুপ পর্বে হাড্ডাহাড্ডি ম্যাচে ৫-৪ গোলে বেনফিকাকে হারিয়েছিল কাতালানরা।
শেষ ষোলোর এ ম্যাচেও লড়াইটা সহজ হবে না। অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখ নামবে বেয়ার লেভারকুজেনের বিরুদ্ধে। দুই জার্মান ক্লাবই কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে একে অপরকে। অন্য ম্যাচে ডাচ ক্লাব ফেনুর্দের বিরুদ্ধে নামবে ইন্টার মিলান।