কাবাডির ইতিহাসে নেপালের কাছে প্রথম হারল বাংলাদেশ। এই হার নিঃসন্দেহে লজ্জার। নেপালের মতো দুর্বল দেশের কাছে ধাক্কা খাবে তা ভাবায় যায় না। ৫১ বছর পর ঢাকায় টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে। কাবাডি ফেডারেশনের এমন উদ্যোগ প্রশংসনীয়। নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে বাংলাদেশ ৫৩-২৯ পয়েন্টে সহজভাবে পরাজিত করেছিল নেপালকে। টার্গেট ছিল প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা। অথচ দ্বিতীয় ম্যাচেই জয় পেয়ে সিরিজে সমতা ফেরাল সফরকারী নেপাল।
গতকাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৪৫-৪২ পয়েন্টে বাংলাদেশকে হারাল নেপাল। উপভোগ্য ম্যাচে কখনো বাংলাদেশ লিড নিয়েছিল, কখনো আবার নেপাল। ২৪-২৪ পয়েন্টে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে উত্তেজনা আরও বেড়ে যায়। এক সময়ে দুই দলের পয়েন্ট দাঁড়ায় ৩৮-৩৮। ঢাকায় কাবাডির যে কোনো আসরে এমন হাড্ডাহাড্ডি লড়াই কখনো হয়নি। শেষ পর্যন্ত ৪৫-৪২ অর্থাৎ ৩ পয়েন্টের ব্যবধানে নেপাল জিতে যায়। নেপালের অধিনায়ক রোকা মাগার সেরা খেলোয়াড়ের পুরস্কার পান। আগামীকাল টেস্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।