ক্রিস্টিয়ানো রোনালদোর আজ ৪০তম জন্মদিন। বয়স যত বাড়ছে ততই তার ঝাঁঝ বাড়ছে। বয়সটা তার কাছে একটা সংখ্যা মাত্র। প্রতিযোগিতামূলক ম্যাচে একের পর এক গোল করে সেটাই প্রমাণ করছেন এ পর্তুগিজ তারকা। জয়ের খিদে কিংবা গোল করার নেশা, কোনোটাই এক ফোঁটাও কমেনি। বরং প্রতিদিন একের পর এক নতুন রেকর্ড গড়ছেন। আগামী বিশ্বকাপে খেলাই যেন তাঁর লক্ষ্য। জন্মদিনের দুই দিন আগে সোমবার করেন দুই গোল। তার জোড়া গোলে দল পায় বড় জয়। উপলক্ষ রাঙাতে আর কী লাগে! তবে ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন আরও বড় কিছু। এমন এক অর্জনে নাম লেখা হয়ে গেল তার, যা নেই ফুটবল ইতিহাসে অন্য কারও। এই পর্তুগিজ তারকার জোড়া গোলেই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের (এসিএল) ম্যাচে জয় পেল আল নাসর। ৪-০ গোলে আল ওয়াসলকে হারিয়ে গ্রুপ ‘বি’-এর তৃতীয় স্থানে রোনালদোর দল। রোনালদোর ক্লাব ক্যারিয়ারের ৭০০তম জয় এটি। দুর্দান্ত পারফরম্যান্সে আল নাসর অধিনায়ক স্মরণীয় করে রাখেন জয়টি। আলি আল হাসানের গোলে ২৫তম মিনিটে এগিয়ে যায় আল নাসর। ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান রোনালদো। পরের গোলটি করেন তিনি ৭৮তম মিনিটে। সাদিও মানের পাস থেকে বেশ কিছুটা সময় শূন্যে ভেসে দারুণ হেডে বল জালে পাঠান তিনি।