ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বিপিএল। বরিশালের ম্যাচ দিয়েই আজ শেষ হচ্ছে বিপিএলের লিগ পর্ব। ৭ দলের টুর্নামেন্ট মাঠে গড়িয়েছিল ৩০ ডিসেম্বর। ফাইনাল ৭ ফেব্রুয়ারি। টি-২০ টুর্নামেন্টটির ৪৬ ম্যাচের ৪০টিই শেষ। লিগ পর্বের ম্যাচ বাকি দুটি। আজ ম্যাচ দুটি দিয়ে শেষ হচ্ছে লিগ পর্ব। দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস এবং সন্ধ্যা সাড়ে ৬টায় খেলবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস।
বিপিএলের প্লে অফের দুটি দল নিশ্চিত। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স নিশ্চিত করেছে প্লে অফ। প্লে অফের বাকি দুই দলের লড়াইয়ে রয়েছে চিটাগং কিংস, দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। আজ চূড়ান্ত হবে বরিশাল, রংপুরসহ প্লে অফের শীর্ষ চার দল। বাকি দুই দলের লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। কারণ, দল দুটির ম্যাচ বাকি একটি করে। অবশ্য বরিশাল ও ঢাকারও ম্যাচ বাকি একটি করে। দুপুরে মেহেদি হাসান মিরাজের খুলনা যদি থিসারা পেরেরার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয় পায়, তাহলে মিরাজ বাহিনীর পয়েন্ট হবে ১২ ম্যাচে ১২। তাসকিন আহমেদের দুর্বার রাজশাহীর পয়েন্টও ১২ ম্যাচে ১২। তাসকিন বাহিনীর রানরেট-১.০৩০। আজকের ম্যাচের আগে মিরাজের খুলনার রানরেট ০.০৫০। জিতলেই প্লাস রানরেট থাকবে খুলনার। তখন রানরেটে রাজশাহীকে পেছনে ফেলে প্লে অফ নিশ্চিত করবে মিরাজ বাহিনী। যদি পেরেরার ঢাকা আসরে নিজেদের চতুর্থ জয় পায়, তাহলে নানান বিতর্কের জন্ম দেওয়া রাজশাহীই খেলবে প্লে অফে।
ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ম্যাচটি হেভিওয়েট ম্যাচ। দুই দলই আজ লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, ডেভিড মালানের বরিশাল ১১ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে। চিটাগংকে হারালে অবস্থান সুসংহত হবে তামিম বাহিনীর। দলটি সরাসরি ফাইনাল খেলতে প্রথম কোয়ালিফাইয়ার খেলবে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায়। জিতলেই বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল টানা দ্বিতীয়বার ফাইনাল খেলবে। কোয়ালিফাইয়ারে তামিমদের প্রতিপক্ষ হবে কোন দল, সেটাই চূড়ান্ত হবে বরিশাল-চিটাগং ম্যাচে। যদি মোহাম্মদ মিঠুনের চিটাগং হারিয়ে দেয় তামিমের বরিশালকে, তাহলে চিটাগংয়ের পয়েন্ট হবে ১২ ম্যাচে ১৬। রংপুরের পয়েন্টও ১২ ম্যাচে ১৬। তখন নির্ধারিত হবে দুই দলের কোন দল কোয়ালিফাইয়ার খেলবে? রানরেটে রংপুরকে পেছনে ফেলে দেবে চিটাগং। ক্রিকেটার পারিশ্রমিক নিয়ে বিতর্কের জন্ম দেওয়া চট্টগ্রামের বর্তমান রানরেট ০.০৫০। বিপরীতে রংপুরের রানরেট -১.০৩০। যদি বরিশাল জিতে যায় তাহলে, রানরেটের আর কোনো প্রয়োজন হবে না। বরিশাল-রংপুর তখন প্রথম কোয়ালিফাইয়ার খেলবে। সব মিলিয়ে খুলনা-চিটাগং এবং ঢাকা-খুলনা ম্যাচ দুটি জটিল সমীকরণের সৃষ্টি করেছে।
টুর্নামেন্টের ফাইনাল ৭ ফেব্রুয়ারি। এখন কোন দুটি দল ফাইনাল খেলবে? সেটা নির্ধারণে ৩ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় হবে এলিমিনেটর ম্যাচ। এলিমিনেটর জয়ী দলের ফাইনাল খেলার আশা টিকে থাকবে। এলিমিনেটর ম্যাচের পরাজিত দল বাদ পড়বে এবং জয়ী দল খেলবে দ্বিতীয় কেয়ালিফাইয়ার। দ্বিতীয় কোয়ালিফাইয়ার হবে এলিমিনেটর জয়ী দল ও প্রথম কোয়ালিফাইয়ার পরাজিত দলের মধ্যে। কোয়ালিফাইয়ারে খেলাতে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ম্যানেজমেন্ট দলে ভিড়িয়েছে নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনেকে। আজকের ম্যাচের আগে বরিশালের পয়েন্ট ১১ ম্যাচে ১৮। রানরেট ১.৫৩৪। চিটাগংয়ের পয়েন্ট ১১ ম্যাচে ১৪। রানরেট ১.৪১৪। রংপুরের রানরেট ০.৫৯৬।