বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর জন্ম ইংল্যান্ডের লিস্টারে। খেলছেনও ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির মিডফিল্ডার হয়ে। তবে গতকাল হামজার লিস্টার সিটি ছাড়ার খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে তারা জানায়, ইংলিশ প্রিমিয়ার লিগের দল শেফিল্ড ইউনাইটেড লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকে তাদের দলে ভিড়াতে চাচ্ছে। ফলে এ মৌসুমের শেষ পর্যন্ত তাকে অগ্রিম চুক্তি করতে প্রস্তুত দলটি। হামজা ইংল্যান্ডের অনূর্ধ্ব ২১ ও ২৩ জাতীয় দলের হয়ে খেলেন। মাত্র সাত বছর বয়সে লিস্টার একাডেমিতে যোগ দেন। ২০১৭ সালে প্রিমিয়ার লিগে অভিষেক হয় তার। তবে সম্প্রতি বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে খেলার সব বাধা পেরিয়ে গেছেন তিনি। ভারতে অনুষ্ঠিত আসন্ন এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার কথা রয়েছে তার।