অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে আজ। ১৬ দলের টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। খেলবে ‘ডি’ গ্রুপে। গ্রুপের বাকি তিন দল অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। টুর্নামেন্টের সূচনা দিনে সুমাইয়া আক্তারের নেতৃত্বে বাংলাদেশ নারী দল মাঠে নামছে। বাংগিতে সুমাইয়াদের প্রতিপক্ষ আইসিসি সহযোগী দেশ নেপাল। একই দিন বাংগিতে মুখোমুখি হবে ‘ডি’ গ্রুপের খেলায় অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। বাংলাদেশের খেলা দুপুর সাড়ে ১২টায়। অস্ট্রেলিয়া খেলবে সকাল সাড়ে ৮টায়। আজ মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেন সুমাইয়ারা। ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে খেলবে বাংলাদেশ। দিনে বাকি দুটি ম্যাচের একটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড-আয়ারল্যান্ড এবং নাইজেরিয়া-সামোয়া। সুপার সিক্স পদ্ধতির টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি ৩১ জানুয়ারি এবং ফাইনাল ২ ফেব্রুয়ারি কুয়ালালামপুরে।
আসরে বাংলাদেশ নারী দ্বিতীয় ম্যাচ ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২৫ জানুয়ারি স্কটল্যান্ডের বিরুদ্ধে।