ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার ছিল অধরা জয়ের দিন। ম্যাচ ড্রয়ে পয়েন্ট নষ্ট করেছে বড় তিনটি দলই। নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে ১-১ ড্র করেছে লিভারপুল। অপেক্ষাকৃত দুর্বল দল ব্রেন্টফোর্ডের কাছে ২-২ ফলে আটকে গিয়েছে ম্যানচেস্টার সিটি। অন্য ম্যাচে বোর্নমাউথের বিরুদ্ধে ২-২ ড্র করেছে চেলসি। পয়েন্ট টেবিলে একে অপরকে টপকে ওপরে উঠে আসার সুযোগ ছিল দলগুলোর কাছে, কিন্তু কেউই কাজে লাগাতে পারেনি সেটা। সম্প্রতি লিভারপুল হোঁচট খেয়েছে বেশ কয়েকটি ম্যাচে। শেষ চার ম্যাচে জয় এসেছে মাত্র একটিতে। প্রথম লিগের ম্যাচে লিভারপুলকে হারিয়েছিল নটিংহ্যাম। এবার ১-১ গোলে ড্র। জয়ের দৌড় থামল ম্যান সিটিরও। ২ গোলে এগিয়ে গিয়েও শেষ ১০ মিনিটের মধ্যে দুই গোল হজম করে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করল পেপ গার্ডিওলার দল। অন্য ম্যাচে বোর্নমাউথের বিরুদ্ধে ২-২ ড্র করেছে চেলসি। লিগে ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ড্র করে ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে আর্সেনালকে টপকে দুইয়ে নটিংহ্যাম ফরেস্ট। ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চারে চেলসি। ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ছয়ে সিটি।