চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছিল আইসিসি নকআউট বিশ্বকাপ নামে। ১৯৯৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর আর কোনো বৈশ্বিক ট্রফি জিততে পারেনি প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা এবারও খেলবে অন্যতম ফেবারিট হয়ে। টুর্নামেন্টের ১৫ সদস্যের স্কোয়াডে পাঁচ পেসার ও তিনজন স্পিনার নেওয়া হয়েছে। অধিনায়ক টেম্বা বাভুমা। টুর্নামেন্টে প্রোটিয়ারা খেলবে ‘বি’ গ্রুপে। বাভুমাদের খেলা তিনটি যথাক্রমে ২১ ফেব্রুয়ারি আফগানিস্তান, ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া এবং ১ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো জেনসেন, হেইনরিখ ক্লসেন, কেশাভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাব্রেইজ শামসি, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডাসেন।