খয়েরী চিলের পালকে
আমার চেতনায় প্রবাহিত
শতাব্দীর ভালোবাসা
আছে লেখা।
লাল গোলাপের কুঁড়িতে
এ মনের নিটোল দীপ্যমান দ্যুতি
বিহ্বল প্রজ্ঞা,
আছে লুকিয়ে।
আমার অপ্রকাশ্য অহংকারে
নিঃশব্দ দিগন্তে তোমার
প্রতিচ্ছবি, আছে গভীরে।
যখন আমি থাকব না,
তোমার ব্যস্ত সময়ে
কোনো এক শূন্যতায়
পড়বে মনে। পড়বে কি?