বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, ছাত্র ও জনগণের আন্দোলনের মুখে ১৬ বছরের যবরদখলকারী ফ্যাসিবাদ হাসিনার পতন হয়েছে ঠিকই। কিন্তু ফ্যাসিবাদের দোসররা থেমে নেই। এখনো দেশ ও জনগণের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে হটানো হয়েছে, তেমনিভাবে রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুড়ি পরিহার করে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। যাতে কোনো ফ্যাসিবাদ দেশে অরাজকতা করতে না পারে। গতকাল পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকম লীর বৈঠকে তিনি একথা বলেন।
মাওলানা জালালুদ্দীন আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে সবার সঙ্গে সমন্বয় বৃদ্ধি করে দেশের উন্নয়নে ও জনগণের স্বার্থে একযোগে কাজ করতে হবে। দেশের জনগণ এ সরকারের প্রতি অনেক আস্থা ও বিশ্বাস রাখছে। কোনোভাবেই জনগণের আস্থা ও বিশ্বাস যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাওলানা আতউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ।