পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর তৃণমূল প্রান্তিক মানুষের হাতে ইফতার ও সেহেরি সামগ্রী তুলে দেওয়া হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এ উপহার তুলে দেন।
ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ ছাড়াও দলের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।
শনিবার ( ০১ মার্চ) রাতে বিএনপির পল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন অঞ্চলে চলে এই কার্যক্রম। এ সময় ভাসমান ও নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, তেল, পেয়াজ, বেসন, মুড়িসহ অন্যান্য খাদ্যসামগ্রী।
হাবিব উন নবী খান সোহেল বলেন, পবিত্র রমজানে তৃণমূল মানুষের পাশে দাঁড়ানোর এই আয়োজন অব্যাহত থাকবে। তিনি পবিত্র রমজানে তৃণমূল মানুষের পাশে দাঁড়ানোর এই আয়োজন চলমান থাকবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন