সবকিছু উপেক্ষা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, ১৬ বছর শেখ হাসিনা বাংলাদেশকে তছনছ করে দিয়েছিল। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হিন্দুস্থানের কাছে নতজানু হয়েছিল। আর এসবের প্রতিবাদ করতে গিয়েই বিএনপির ওপর নেমে আসতো মামলা। সেসব মামলাকে উপেক্ষা করেই আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানকে যদি সমুন্নত রাখতে চান, তাহলে অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। দেশে এরইমধ্যে মঈন-ফখরুলের চেয়েও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র আপনাকে রুখতে হবে। জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, অপেক্ষা কেবল তারিখের।
এই বিএনপি নেতা বলেন, ৫০ বছরেও নাকি রাজনীতিবিদরা সংস্কার করতে পারেনি। এখন প্রয়োজন রোজার আগেই আওয়ামী সব সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসা। যদি আমরা ন্যায্য দামে পেঁয়াজ, মুড়ি, কাঁচামরিচ কিনতে না পারি, তাহলে মুগ্ধদের রক্ত দিয়ে কী লাভ হলো?
তিনি বলেন, মানুষ অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করছে, আরো করবে। কিন্তু এখন মনে হচ্ছে বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে দরকার ১৯৯১ সালের মতো সব আন্দোলনকারী দলকে নির্বাচনের আওতায় নিয়ে আসা, দিনের ভোট দিনে করে সংসদ প্রতিনিধি নির্বাচন করা। মঈন-ফখরুদ্দীনের মতো আলাদা দল করলে দেশের মানুষ তা কোনোদিন মেনে নেবে না।
সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সদস্য দেবাশীষ রায় মধু ও ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ