ঈদযাত্রায় বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে সড়ক, রেলপথ ও নৌপথে। নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। সড়কপথের যাত্রী সাধারণের মধ্যেও রয়েছে স্বস্তির ছাপ। কোথাও যানজট নেই। ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষ। রেলপথেও কোনো ভোগান্তি নেই। নির্ধারিত সময়ে কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে আন্তনগর ট্রেনগুলো। সদরঘাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীদের ভিড় বাড়লেও বাড়তি চাপ নেই।
রেলে ঈদযাত্রা : নির্ধারিত সময়ের পর যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো ট্রেনের জন্য। এখন ট্রেনই অপেক্ষা করছে যাত্রীদের জন্য। নির্ধারিত সময়েই প্লাটফর্মে আনা হচ্ছে ট্রেন রেক। ট্রেনের শিডিউলের এমন সুব্যবস্থাপনা দেখে যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। গতকাল কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সড়কপথ : সড়কপথে এবারের ঈদযাত্রায় স্বস্তি বিরাজ করছে। ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ফরিদপুর সড়কে কোথাও যানজট নেই। ভোগান্তি ছাড়াই সড়কপথে নির্বিঘ্নে ঘরে ফিরছেন মানুষ। টাঙ্গাইল প্রতিনিধি জানান, ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই কোনো যানজট। জানা যায়, মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা থাকলেও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চারলেন প্রকল্পের দুই লেনের কাজ চলমান রয়েছে। যার ফলে চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত যানবাহনের স্বাভাবিক গতি রয়েছে। নির্বিঘ্নে বাড়ি ফিরছেন মানুষ। টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, মহাসড়কে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। রাস্তায় যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট নেই। হাইওয়ে পুলিশ ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করছে। মহাসড়কে ৭০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় থাকলেও নেই কোনো ভোগান্তি। মানুষজন বেশ স্বস্তির সঙ্গেই বাড়ির পথে ছুটছে। অন্যান্য বারের মতো এবার নেই যানজট। গতকাল মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড়ে গিয়ে দেখা যায়, যাত্রীরা বাস কাউন্টারগুলোতে ভিড় জমাচ্ছেন। অনেকে আবার আগের কাটা টিকিট নিয়ে বাসের জন্য অপেক্ষায় বসে আছেন। কোথাও তাদের অভিযোগ নেই।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত ফরিদপুরের ভাঙ্গা। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগস্থল ভাঙ্গা। ভাঙ্গায় এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তির। যানজট নেই। গতকাল সকাল সাড়ে ছয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভাঙ্গায় মহাসড়কে রাজধানী থেকে মোটরসাইকেল যোগে অসংখ্য মানুষকে বাড়িমুখী হতে দেখা যায়। অনেক মোটরসাইকেলে স্বামী, স্ত্রী ও সন্তান নিয়ে ছুটতে দেখা যায়। কোনো মোটরসাইকেলে একজন অথবা দুজনও দেখা যায়। ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজায়ও কোনো জট দেখা যায়নি। তবে গাড়ির চাপ অনেক বেশি ছিল। এ ছাড়া ট্রাকেও মানুষের যাতায়াত চোখে পড়েছে।
নৌপথ : পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীদের ভিড় বাড়লেও বাড়তি চাপ নেই। ঘরমুখো যাত্রী ও যানবাহন পারাপারে নৌপথে ছোট-বড় মিলে ১৭টি ফেরি চলাচল করছে। অন্যদিকে কাটা যাত্রীদের নদী পারাপার করতে নৌপথে চলছে ২০টি যাত্রীবাহী লঞ্চ। ফলে এক সময়ের ভোগান্তির নৌপথ দিয়ে এবার স্বস্তিতেই বাড়ি ফিরছেন ঈদে ঘরমুখো হাজারো মানুষ।