মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফরের জন্য সৌদি আরবকে বেছে নিয়েছেন। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে দেশটিতে সফরের পরিকল্পনা করছেন তিনি। গতকাল রবিবার (৩০ মার্চ) দুই মার্কিন কর্মকর্তা এবং ট্রাম্পের ভ্রমণ বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস এই তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
সূত্র মতে, ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের এবং সৌদি আরবের মধ্যে সম্ভাব্য সফর নিয়ে আলোচনা হয়েছে। এর আগে গত ৬ মার্চ ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি সৌদি আরব যাচ্ছি। তবে কবে নাগাদ তিনি যাবেন সেটি উল্লেখ করেননি।
সৌদি আরব সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প জানান, তেল সমৃদ্ধ দেশটিতে তার সফরের মূল উদ্দেশ্য বাণিজ্য।
ট্রাম্প আরও বলে, আমি বলেছিলাম আপনারা (সৌদি আরব) যদি আমেরিকান কোম্পানিগুলোকে এক ট্রিলিয়ন ডলার দেন, চার বছরের জন্য এক ট্রিলিয়ন ডলারে ক্রয় করতে সম্মত হন তাহলে আমি যাব। তারা এটি করতে সম্মত হয়েছে, তাই আমি সেখানে যাচ্ছি।’
সম্প্রতি ট্রাম্প বলেছেন, ২০১৭ সালে তিনি তার প্রথম সফরে ব্রিটেনের পরিবর্তে সৌদি আরব সফরের সিদ্ধান্ত নিয়েছিলেন। এর কারণ হলো, দেশটি ৪৫০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছিল।
বিডি প্রতিদিন/জামশেদ