ভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর ঘোষণার পরপরই টিডিপির বিজয়নগরমের সাংসদ কালীসেট্টি আপ্পালা নাইডু ঘোষণা দিয়েছেন, তৃতীয় সন্তান জন্ম দিলে নারীদের ৫০ হাজার রুপি নগদ পুরস্কার দেওয়া হবে। এছাড়া যদি সন্তান ছেলে হয়, তাহলে উপহার হিসেবে একটি গরুও দেওয়া হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সাংসদ আপ্পালা নাইডু জানিয়েছেন, তিনি তাঁর ব্যক্তিগত বেতন থেকে এই পুরস্কারের অর্থ দেবেন। তবে এই ঘোষণা সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। টিডিপি নেতা-কর্মীরা এটিকে নারীদের জন্য একটি ‘বিপ্লবী’ পদক্ষেপ বলে প্রচার করছেন, অন্যদিকে বিরোধীরা একে বিতর্কিত ও বৈষম্যমূলক বলছেন।
গতকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিজয়নগরমের রাজীব স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সাংসদ নাইডু এই ঘোষণা দেন।
এর আগে গত মার্চ মাসে দিল্লি সফরের সময় চন্দ্রবাবু নাইডু দক্ষিণ ভারতে জনসংখ্যা হ্রাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দক্ষিণ ভারতের জন্য বয়স্ক জনসংখ্যা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অথচ উত্তর প্রদেশ ও বিহারের মতো রাজ্যগুলোতে তরুণদের সংখ্যা বেশি।’ তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, বরং দীর্ঘমেয়াদি জনসংখ্যা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি আরও বলেন, ‘একসময় আমি পরিবার পরিকল্পনার পক্ষে ছিলাম। কিন্তু এখন আমি এ নীতিতে পরিবর্তন এনেছি। ভারত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমশক্তি সরবরাহকারী দেশ। জনসংখ্যার ভারসাম্য ধরে রাখতে পারলে ভারত ও ভারতীয়দের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।’
মাতৃত্বকালীন ছুটির নতুন নীতি
চন্দ্রবাবু নাইডু মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত নীতিতেও পরিবর্তন এনেছেন। আগে এই ছুটি কেবল প্রথম দুটি সন্তানের জন্য প্রযোজ্য ছিল। এখন থেকে সকল সন্তানের ক্ষেত্রেই এই ছুটি কার্যকর হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ চন্দ্রবাবু নাইডু লিখেছেন, ‘এটি নারীদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য আনতে সাহায্য করবে এবং রাজ্যের ভবিষ্যৎ শক্তিশালী করবে। আমরা অন্ধ্র প্রদেশের নারীদের ক্ষমতায়ন এবং একটি শক্তিশালী ভবিষ্যৎ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।’
তবে তৃতীয় সন্তান জন্মের জন্য নগদ অর্থ ও গরু প্রদানের ঘোষণা ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছে। কেউ কেউ এটিকে ‘অপ্রত্যাশিত জনসংখ্যা বৃদ্ধির উৎসাহ’ বলছেন, আবার কেউ বলছেন ‘একটি নতুন সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি।’
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/আশিক