স্কটল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রে (টার্নবেরি গল্ফ রিজোর্ট) ফিলিস্তিনপন্থী গ্রাফিতি এঁকে ও গল্ফ কোর্সে গর্ত করে প্রতিবাদ জানানো হয়েছে। প্যালেস্টাইন অ্যাকশন নামের প্রতিবাদকারী একটি গোষ্ঠী এর দায় স্বীকার করেছে, বলে জানিয়েছে রয়টার্স।
দেখা যায়, স্কটল্যান্ডে ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের দেয়ালে লাল রঙের ছবি আঁকা হয়েছে, যেখানে ‘গাজা মুক্ত করুন’ এবং ‘ফিলিস্তিন মুক্ত করুন’ স্লোগান লেখা রয়েছে। এর পাশাপাশি দেয়ালে ট্রাম্পের বিরুদ্ধে অপমানজনক বাক্যও লেখা আছে। এছাড়া ‘গাজা বিক্রির জন্য নয়’ লেখাটি সবুজ গাছপালা এবং রাস্তার ধারে খোঁড়া গর্তগুলোর একটিতেও আঁকা ছিল।
প্যালেস্টাইন অ্যাকশন সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, তারা এসব করে ট্রাম্পের গাজা নীতির প্রতিবাদ জানিয়েছে। ‘যখন ট্রাম্প গাজাকে তার সম্পত্তি বলে বিবেচনার উদ্যোগ নিয়েছেন, তার জানা উচিত তার নিজের সম্পত্তিই নাগালের মধ্যে রয়েছে’ বলেও পোস্টে লিখেছে তারা।
গত মাসে ট্রাম্প অপ্রত্যাশিতভাবে ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র গাজা অধিগ্রহণ করবে আর ফিলিস্তিনি ছিটমহলটির ২৩ লাখ বাসিন্দাকে অন্য কোথাও পুনর্বাসন করে সমুদ্রতীরবর্তী ভূখণ্ডটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ হিসেবে গড়ে তুলবে। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণায় পুরো আরব বিশ্ব ক্ষুব্ধ হয়।
বিডি-প্রতিদিন/শআ