নয়াদিল্লি বিধানসভা নির্বাচনে নিজ আসনে হেরে গেছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। রিপোর্ট লেখা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, বিজেপি প্রার্থী পরবেশ বর্মার কাছে ৩,১৮২ ভোটের ব্যবধানে হেরে যান তিনি।
ভোটে হেরে ভিডিওবার্তা দিয়েছেন কেজরিওয়াল। এতে তিনি বলেন, “দিল্লির ভোটের ফল ঘোষণা করা হয়েছে। জনতার এই রায় আমরা মাথা পেতে নিচ্ছি। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন। যে আশা নিয়ে মানুষ তাদের ভোট দিয়েছেন, আশা করি তারা তা পূরণ করবেন। গত ১০ বছরে আমরা অনেক কাজ করেছি। দিল্লিতে শিক্ষা, স্বাস্থ্য, পানি— সব ক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করেছি। রাজধানীর পরিকাঠামোগত উন্নয়নের চেষ্টা করেছি। এখন দিল্লির মানুষের রায় অনুযায়ী আমরা এখানে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব। সমাজসেবা এবং মানুষের হিতার্থে কাজ চালিয়ে যাব। মানুষের সুখে-দুঃখে পাশে থাকব। রাজনীতিতে আমরা কোনও লাভের আশা নিয়ে আসিনি। রাজনীতি হল মানুষের জন্য কাজ করার মাধ্যম। সেই কাজ আমরা করে যাব। আপের সব কর্মীকে অভিনন্দন এবং ধন্যবাদ। তারা এই নির্বাচনের জন্য অনেক পরিশ্রম করেছেন।” সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/একেএ