সোরিয়াসিস একটি প্রদাহমূলক চামড়া উঠা রোগ। এই রোগে শরীরের বিভিন্ন স্থান হতে মাছের আঁশের মতো চামড়া উঠে। এ রোগের প্রধান বৈশিষ্ট্য হলো ভালো হয়ে যায় ও বারবার দেখা দেয় এবং দীর্ঘদিন রোগটি থাকে। এটা ছোঁয়াচে নয় এবং এর আধুনিক চিকিৎসা বিদ্যমান।
সোরিয়াসিস কাদের হয় এবং কেন হয়?
এ রোগ যে কোনো বয়সে হতে পারে তবে সাধারাণত ২৫-৩০ বছর বয়সে বেশি হয়। নারী-পুরুষ উভয়েরই হতে পারে। এটা একটা ওসসঁহড়ষড়মরপধষ উরংবধংব তবে বংশগত ইতিহাস এবং নিকট আত্মীয়দের থাকতে পারে। অতিরিক্ত মানসিক চাপে এ রোগ বাড়ে। গর্ভাবস্থায় সাধারণত এ রোগ কমে যায়। ঝঃৎবঢ়ঃড়পড়পপর জীবাণু দিয়ে গলার প্রদাহ হলে এ রোগ দেখা দিতে পারে।
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এ রোগ হতে পারে বা বাড়তে পারে। যেমন-
১। ব্লাড প্রেসারের ওষুধ
২। দাউদের ওষুধ
৩। চর্বি কমার ওষুধ
৪। মানসিক রোগের ওষুধ ও অন্যান্য ওষুধ সেবন এ রোগ বাড়তে পারে।
সোরিয়াসিস রোগের লক্ষণ কী বা কীভাবে চিনবেন যে এটা সোরিয়াসিস?
এ রোগ সাধারণত মাথা বা কনুই থেকে শুরু হয় তবে যে কোন জায়গায় হতে পারে। মাথা, কনুই, হাঁটু, কোমর, নখ ইত্যাদি জায়গায় বেশি হয়। প্রথমে লালচে স্পট দেখা যায়, যার উপরিভাগে শুরু থেকেই মাছের আঁশের মতো চামড়া থাকে। আঁশতুলে নিলে সামান্য রক্তপাত হয় । সাধারণত বেশি চুলকায় না তবে রসুনের কোয়ার মতো চামড়া উঠে।
কীভাবে এ রোগ নির্ণয় করা যায়?
খুব সহজেই এ রোগ নির্ণয় করা যায়। ডাক্তার ক্লিনিক্যালি দেখেই রোগ নির্ণয় করতে পারেন। এ রোগ যে সব স্থানে হয় তার বিস্তৃতি, মাছের আঁশের মতো চামড়া, আঁশযুক্ত চামড়া সরানোর পর সহজেই এ রোগ নির্ণয় করা যায়।
সোরিয়াসিস রোগের চিকিৎসা কি?
এ রোগের আধুনিক চিকিৎসা বিদ্যমান। সময় মতো দীর্ঘমেয়াদে সঠিক চিকিৎসা নিলে রোগ নিয়ন্ত্রণে রেখে বা রোগ মুক্ত হয়ে সুস্থ জীবনযাপন করা যায়।
সোরিয়াসিস রোগে সাধারণত যে সব চিকিৎসা দেওয়া হয়
১। ক্রিম বা মলম।
২। খাবার ওষুধ।
৩। ফটোথেরাপি ও স্টেরয়েড ইনজেকশন
৪। তৈলাক্ত মাছ ও স্থানীয়ভাবে তাপ দিলে কিছুটা উন্নতি হয়।
পরিশেষে বলব সোরিয়াসিস অন্যান্য চর্ম রোগের মতো একটি সাধারণ চর্ম রোগ। এটা ছোঁয়াচে নয় এবং এর আধুনিক চিকিৎসা বিদ্যমান। চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে দীর্ঘমেয়াদে চিকিৎসা নিলে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব বা রোগ নিয়ন্ত্রণে রেখে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। আসুন আমরা সাধারণ জনগণকে এ ব্যাপারে সচেতন করি এবং সুস্থ জীবনযাত্রায় সহায়তা করি। ‘সুস্থ জীবন, সুন্দর পৃথিবী’
লেখক : চর্মরোগ বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট
আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা।
হটলাইন: ০৯৬৭৮৮২২৮২২
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ