যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে সামরিক হেলিকপ্টারের সঙ্গে একটি বিমানের সংঘর্ষের পর ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে রিগ্যান বিমানবন্দরের কাছে এ ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হলেও হেলিকপ্টারটির সামান্য ক্ষতি হয়েছে। সূত্র : সিবিএস নিউজ। এক বিবৃতিতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, স্থানীয় সময় রাত ৯টার দিকে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে রানওয়ে ৩৩-এর কাছে পৌঁছানোর সময় এ ঘটনা ঘটে। বিমানটিতে ৬৪ জন আরোহী ছিলেন। সামরিক হেলিকপ্টারটিতে তিন সেনা সদস্য ছিলেন।
ওয়াশিংটন ডিসি ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগ জানায়, সংঘর্ষের পর বিমানটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এরপর ৩০ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকারী দল ৩০ জনের লাশ উদ্ধার করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।
এদিকে দেশটির কর্মকর্তারা জানান, যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ জানান, এ ঘটনায় অনেক হতাহত হয়েছে।