ক্যালিফোর্নিয়ায় দাবানলে অভিনেত্রী জেনিফার গার্নার তার একজন বন্ধুকে হারিয়েছেন।
প্যাসিফিক প্যালিসেডসে এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
জেনিফার বলেন, “আমি একজন বন্ধুকে হারিয়েছি, যে সময়মতো বের হয়ে আসতে পারেনি।”
২৫ বছর ধরে প্যালিসেডসে এবং তার আশপাশে বসবাস করে আসা জেনিফার গার্নার সেই এলাকার সম্প্রদায়ের অনুভূতির কথা স্মরণ করেন। সেখানে অনেক বাড়িঘর পুড়ে গেছে, যার মধ্যে একটি গির্জাও রয়েছে।
“আমার বন্ধুদের জন্য আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি ১০০টি পরিবারের কথা ভাবতে পারি... এবং পাঁচ হাজার বাড়িঘর পুড়ে গেছে... আমি কেবল ১০০ জন বন্ধুর একটি তালিকা লিখতে পারি যারা তাদের বাড়িঘর হারিয়েছে,” তিনি বলেন।
জেনিফার বলেন, “আমার বাড়ির মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি নিজেকে অপরাধী বোধ করছি। আমি কী করতে পারি? আমি কীভাবে সাহায্য করতে পারি? আমি কী দিতে পারি?” সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, পেজ সিক্স, পিপল
বিডি প্রতিদিন/একেএ