৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে বই কিনতে নয়, বইমেলায় তাঁর নতুন ছবির সঙ্গেই দর্শকদের পরিচয় করিয়ে দিলেন। আকাশবাণীর কর্মী এবং লেখিকা বেলা দের জীবনীচিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা। ছবির নাম ‘বেলা’। ঋতুপর্ণা বললেন, বেলা যে সময়ে নারী ক্ষমতায়নে ব্রতী হয়েছিলেন, তখন মেয়েদের সেভাবে নিজের কথা বলার অধিকার ছিল না। এ রকম একটি চরিত্রে অভিনয় করে খুব ভালো লাগছে। ঋতুপর্ণা নিজে রান্না করতে পছন্দ করেন। কিন্তু হেসে বললেন, ব্যস্ততার কারণে কলকাতায় বাড়িতে সময় পাই না। তবে সিঙ্গাপুরে অনেক সময়েই নিজের হাতে রান্না করি এবং আমার হাতের রান্না সবাই বেশ পছন্দও করেন। প্রসঙ্গত অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত ‘বেলা’ ছবিতে একঝাঁক অভিনেতা অভিনয় করেছেন।