সারা দেশেই সরকারি হাসপাতালগুলোর করুণ দশা। প্রশংসা সনদ দেওয়ার মতো একটাও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। বন্দরনগরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ড রোগীতে পূর্ণ। মেঝেতেও রোগী। তাদের পাশে ছড়িয়েছিটিয়ে আছে নানা রকম বর্জ্য। এক কোণে স্তূপ করে রাখা সেসব। বাথরুম থেকে পানি বেরিয়ে সয়লাব ওয়ার্ডের এক পাশ। তার ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে রোগী, তাদের স্বজন, চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের। পায়ে পায়ে এসব শুধু ওয়ার্ড নয়, গোটা হাসপাতালে ছড়াচ্ছে। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগে এতটাই জনবলসংকট যে অস্ত্রোপচার ব্যাহত হচ্ছে। একজন অ্যানেসথেসিস্টকে একই সঙ্গে একাধিক রোগীর অপারেশনে সেবা দিতে হয়, যা খুবই ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক। এ ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির কিছু অতি ব্যবহারে, কিছু বা বেশি পুরোনো হওয়ায় বর্জনের তালিকাভুক্ত হওয়ার পর্যায়ে। দুই বিভাগীয় সদরের গুরুত্বপূর্ণ দুই হাসপাতালের মাত্র দুটি বিভাগ নিয়ে গতকাল খবর বেরিয়েছে বাংলাদেশ প্রতিদিনে। এ থেকেই ওই দুই হাসপাতাল শুধু নয়, দেশের প্রায় সব হাসপাতাল সম্পর্কে ধারণা করা যায়। রাজধানীর সরকারি হাসপাতালগুলো যদি কোনো আগ্রহী ব্যক্তি নিছক কৌতূহলে পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করেন- তিনি এর চেয়ে অনেক বেশি দুরবস্থা ও দুর্ভোগ প্রত্যক্ষ করবেন- এটা জোর দিয়েই বলা যায়। কারণ দেশে জনসংখ্যার তুলনায় সরকারি হাসপাতাল, চিকিৎসক, চিকিৎসাকর্মী ও চিকিৎসা সরঞ্জাম অপ্রতুল। সুষ্ঠু ব্যবস্থাপনায়, যথাযথ পেশাদারির সঙ্গেও যদি এগুলো পরিচালিত হয়, তবু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খাওয়ার কথা। সেখানে ব্যবস্থাপনার হযবরল অবস্থা, কর্মীদের পেশাদারির অভাব এবং ওষুধপথ্য ও চিকিৎসা-সরঞ্জামের অপ্রতুলতার অভিযোগ রয়েছে সব সময়। এসব নিয়েই চলছে হতোদ্দশার স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাতে বরাদ্দ ঘাটতি এবং সব শ্রেণির কর্মকর্তা-কর্মীদের নানা বঞ্চনার প্রসঙ্গও উচ্চারিত হয় প্রাসঙ্গিকভাবে। এসব কিছুর সমন্বয় এক দিনে, এক কথায় হওয়ার নয়। তবে প্রক্রিয়াটা শুরু হওয়ার সময় এমন। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে কর্মযজ্ঞ বিভিন্ন ক্ষেত্রে চলছে; স্বাস্থ্যকে সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হোক।
শিরোনাম
- অনুষ্ঠান থেকে ফেরার পথে দুই ভাইকে কুপিয়ে জখম
- মুন্সিগঞ্জে মানবদেহের খন্ডিত অংশের সন্ধান
- প্রেমা নেই, শেষ হয়ে গেল পুরো পরিবার
- শুল্ক বৃদ্ধি ‘দুর্বল ও দরিদ্রদের ক্ষতি করে’: জাতিসংঘ
- সিঙ্গাপুরে ডেঙ্গু দমনের প্রধান হাতিয়ার ‘ওলবাকিয়া’
- বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ
- পিঁয়াজ নিয়ে হতাশ মানিকগঞ্জের কৃষকরা
- ম্যান সিটি ছাড়ছেন ডি ব্রুইনা
- মাথায় গুলি নিয়ে চলে গেল জুলাই আন্দোলনের যোদ্ধা হৃদয়
- কবে মাঠে ফিরছেন বুমরাহ?
- ফের চেন্নাইয়ের অধিনায়কত্ব সামলাতে পারেন ধোনি
- শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ
- পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলো স্ত্রী
- জেলেনস্কির নিজ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত
- সদরঘাটে রাজধানীমুখী মানুষের ঢল
- দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরছেন মানুষ
- ঐশ্বরিয়া ছেলের বউ, নিজের মেয়ে নয়; কেন বলেছিলেন জয়া বচ্চন?
- আরো বাড়ল মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা
- গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৬
- আত্মরক্ষার জন্য ইরানের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে : সৌদি যুবরাজকে পেজেশকিয়ান
বেহাল হাসপাতাল
রুগ্ণ স্বাস্থ্য খাত সুস্থ করে তোলা হোক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর