আইনশৃঙ্খলার উন্নয়নকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে দেশের বেশ কয়েকটি কারাগার ভেঙে বেরিয়ে আসে চিহ্নিত অপরাধীরা। থানা ও কারাগার থেকে লুট হয় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। আইনশৃঙ্খলার জন্য যা ইতোমধ্যে হুমকি সৃষ্টি করেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে থানাভিত্তিক অপরাধীদের তালিকা হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চৌকি ও টহল। গ্রেপ্তার করা হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যদের। চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী, মাদক ও চোরাকারবারিদের ধরতে গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল বাড়ানো ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ে ওয়ার্কশপ হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি ও অপরাধপ্রবণ এলাকায় টহল বাড়ানো হয়েছে। টার্গেট এলাকায় জোরদার অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। নৌবাহিনী এবং কোস্টগার্ডের অতিরিক্ত প্যাট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ছিনতাইকারী, ডাকাত, কিশোর গ্যাংসহ অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের টার্গেটে পরিণত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পতিত সরকারের হুকুম পালন করতে গিয়ে তারা সাধারণ মানুষের ওপর যে নির্যাতন-নিপীড়ন চালিয়েছেন, তার বদলা নিতে বিক্ষুব্ধ জনতা বিপুলসংখ্যক পুলিশ স্থাপনায় হামলা চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেয় এসব ঘটনা। পরিণতিতে অপরাধীদের তৎপরতা বেড়ে যায়। পতিত সরকারের সহযোগীরা কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে অপরাধী চক্রকে সহায়তা করছে, এমন অভিযোগও রয়েছে। এ প্রেক্ষাপটে অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনা সরকারের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আশা করা যায়, থানাভিত্তিক অপরাধীদের তালিকা তৈরি এবং তল্লাশি চৌকির সংখ্যা বৃদ্ধি অপরাধ দমনে ভূমিকা রাখবে।
শিরোনাম
- মুন্সিগঞ্জে মানবদেহের খন্ডিত অংশের সন্ধান
- প্রেমা নেই, শেষ হয়ে গেল পুরো পরিবার
- শুল্ক বৃদ্ধি ‘দুর্বল ও দরিদ্রদের ক্ষতি করে’: জাতিসংঘ
- সিঙ্গাপুরে ডেঙ্গু দমনের প্রধান হাতিয়ার ‘ওলবাকিয়া’
- বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ
- পিঁয়াজ নিয়ে হতাশ মানিকগঞ্জের কৃষকরা
- ম্যান সিটি ছাড়ছেন ডি ব্রুইনা
- মাথায় গুলি নিয়ে চলে গেল জুলাই আন্দোলনের যোদ্ধা হৃদয়
- কবে মাঠে ফিরছেন বুমরাহ?
- ফের চেন্নাইয়ের অধিনায়কত্ব সামলাতে পারেন ধোনি
- শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ
- পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলো স্ত্রী
- জেলেনস্কির নিজ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত
- সদরঘাটে রাজধানীমুখী মানুষের ঢল
- দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরছেন মানুষ
- ঐশ্বরিয়া ছেলের বউ, নিজের মেয়ে নয়; কেন বলেছিলেন জয়া বচ্চন?
- আরো বাড়ল মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা
- গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৬
- আত্মরক্ষার জন্য ইরানের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে : সৌদি যুবরাজকে পেজেশকিয়ান
- নির্বাচনে অনিশ্চয়তা বাড়াবে জটিলতা
অপরাধী তালিকা
হালনাগাদের সিদ্ধান্ত ইতিবাচক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর