বেকারত্বের গুরুভার সামাজিক ব্যাধি সংক্রমিত হয়ে সংকটের জট পাকাচ্ছে। নানা কারণে শ্রমিক অসন্তোষ, ক্ষুব্ধ শ্রমিকদের শিল্পকারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগে অস্থিতিশীলতা দেখা দিয়েছে শিল্পক্ষেত্রে। জাতীয় অর্থনীতির জন্য অশনিসংকেত দেখা যাচ্ছে এসবে। অন্যদিকে ব্যাংকের উচ্চ সুদহার, কাঁচামাল আমদানির জন্য চাহিদামতো এলসি খুলতে না পারা, জ্বালানিসংকট, গ্যাসের মূল্যবৃদ্ধি, নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাব ইত্যাদি কারণে উৎপাদন ধরে রাখতে হিমশিম খাচ্ছেন শিল্পোদ্যোক্তারা। এ ছাড়া শ্রমিকদের মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বাড়ায় অনেকেই প্রতিযোগিতায় টিকতে পারছেন না। শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে না পেরে অনেকেরই কারখানা বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকছে না। একের পর এক কারখানা বন্ধ হওয়ায় কাজ হারাচ্ছেন হাজার হাজার শ্রমিক-কর্মচারী। পরিবারপরিজন নিয়ে তাঁরা পড়ছেন অথই সাগরে। জড়াচ্ছেন নানা অপরাধে। আর এ বিশৃঙ্খলা, হতাশা ও অরাজক পরিস্থিতির কারণে দেশিবিদেশি বিনিয়োগ হচ্ছে না। নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রশ্নই উঠছে না। শিল্পের নিরাপত্তা ও সুষ্ঠু কর্মপরিবেশ রক্ষায় সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিলম্ব, অসহযোগিতা বা ব্যর্থতা শিল্পোৎপাদনের ক্ষেত্রে বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে। এ ব্যাপারে সতর্ক পর্যবেক্ষণ ও ত্বরিত সক্রিয় উদ্যোগ নেওয়া প্রয়োজন। রুটিরুজির সংগত চাহিদায়, ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছেন কর্মচ্যুত শ্রমিকরা। বাধ্য হয়েই তাঁরা পথে নামছেন। দাবি জানাচ্ছেন বকেয়া বেতন-ভাতা পরিশোধের। এ পরিপ্রেক্ষিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার উচিত মালিক-শ্রমিকসহ সব অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সর্বজনগ্রাহ্য এবং অবশ্যই উৎপাদনমুখী কর্মপন্থা নির্ধারণ করা। দেশবিদেশের বাজার ধরে রাখার স্বার্থে এর কোনো বিকল্প নেই। প্রয়োজনে শ্রমিকদের জন্য রেশন এবং মালিক পক্ষের অনুকূলে যৌক্তিক প্রণোদনার ব্যবস্থা করতে হবে। শিল্প-বাণিজ্য জাতীয় অর্থনীতির প্রাণভোমরা। তাকে প্রয়োজনীয় পরিবেশ ও পুষ্টি জুগিয়ে হৃষ্টপুষ্ট করা জাতির স্বার্থেই জরুরি।
শিরোনাম
- মুন্সিগঞ্জে মানবদেহের খন্ডিত অংশের সন্ধান
- প্রেমা নেই, শেষ হয়ে গেল পুরো পরিবার
- শুল্ক বৃদ্ধি ‘দুর্বল ও দরিদ্রদের ক্ষতি করে’: জাতিসংঘ
- সিঙ্গাপুরে ডেঙ্গু দমনের প্রধান হাতিয়ার ‘ওলবাকিয়া’
- বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ
- পিঁয়াজ নিয়ে হতাশ মানিকগঞ্জের কৃষকরা
- ম্যান সিটি ছাড়ছেন ডি ব্রুইনা
- মাথায় গুলি নিয়ে চলে গেল জুলাই আন্দোলনের যোদ্ধা হৃদয়
- কবে মাঠে ফিরছেন বুমরাহ?
- ফের চেন্নাইয়ের অধিনায়কত্ব সামলাতে পারেন ধোনি
- শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ
- পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলো স্ত্রী
- জেলেনস্কির নিজ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত
- সদরঘাটে রাজধানীমুখী মানুষের ঢল
- দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরছেন মানুষ
- ঐশ্বরিয়া ছেলের বউ, নিজের মেয়ে নয়; কেন বলেছিলেন জয়া বচ্চন?
- আরো বাড়ল মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা
- গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৬
- আত্মরক্ষার জন্য ইরানের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে : সৌদি যুবরাজকে পেজেশকিয়ান
- নির্বাচনে অনিশ্চয়তা বাড়াবে জটিলতা
বেকারত্বের গুরুভার
জাতীয় অর্থনীতির জন্য অশনিসংকেত
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর