ছাত্র-জনতার গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কিছু শিল্পকারখানায় হামলা হয়। ধ্বংসাত্মক শ্রম অসন্তোষের মুখে ঝাঁপ টানা হতে থাকে একের পর এক কারখানায়। সে বিশৃঙ্খলা দমনের পর কিছু কারখানা চালু হলেও গ্যাস-বিদ্যুৎ, ডলার ও মূলধন সংকট, কাঁচামালের অপর্যাপ্ততা, পণ্যের চাহিদা কমে যাওয়াসহ নানা কারণে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে অনেক কারখানা। গত ছয় মাসে বন্ধ হয়েছে শতাধিক গার্মেন্ট এবং অন্তত দশটি টেক্সটাইল মিল। চব্বিশের জুলাই থেকে সেপ্টেম্বরে আশিটির ওপর প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সিমেন্ট, ইস্পাত ও কাগজশিল্পের অনেক কারখানাও নাম লিখিয়েছে বন্ধের তালিকায়। নানা সংকটে বিপর্যয় নেমে এসেছে শিল্পক্ষেত্রে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) জানিয়েছে, প্রায় দশ লাখ শ্রমিক কর্মহীন হয়েছে। প্রতিদিনই কর্মক্ষম বেকারের সংখ্যা বাড়ছে। তাঁরা রাস্তায় নেমে আসছেন। অবস্থা উদ্বেগজনক। জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়ে কর্মসংস্থান রক্ষা এবং নতুন কাজের ক্ষেত্র তৈরি করতে না পারলে সামাজিক অস্থিরতা ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। অন্যদিকে অর্থনৈতিক সংকটের পাশাপাশি রাজনৈতিক কারণেও বেশ কয়েকটি বড় শিল্পগ্রুপের কারখানা বন্ধ হয়েছে। কোনো কোম্পানির মালিক গ্রেপ্তার হয়েছেন, কেউবা পালিয়ে গেছেন। এতে তাঁদের অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এসব কারখানায় কাজ হারিয়ে পথে বসা শ্রমিকরা সড়কে মানববন্ধন করেছেন। তাঁরা চান- তাঁদের কর্মস্থল খুলে দেওয়া হোক। পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার রুটিরুজির ক্ষেত্র ওই শিল্প। এসব নিয়েই গতকাল বিশেষ প্রতিবেদন প্রকাশ পেয়েছে বাংলাদেশ প্রতিদিনে। তাতে জানা যায়, বেকার শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। তার মধ্যে আছে- চালু রাখা সম্ভব, এমন শিল্পমালিকদের সহায়তা দিয়ে শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা নিশ্চিত করা। পলাতক মালিকদের শিল্পকারখানায় প্রশাসক নিয়োগ করে চালু রাখার উদ্যোগ নেওয়া এবং কর্মহীন শ্রমিকদের দক্ষতা বাড়িয়ে নতুন কর্মক্ষেত্রে নিয়োগের ব্যবস্থা করা। এ প্রক্রিয়ায় কয়েক লাখ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব। উত্তম প্রস্তাব। এগুলো দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া উচিত। একের পর এক শিল্পকারখানা যদি বন্ধ হয়ে যায়, স্বভাবতই লাখো শ্রমিক কাজ হারিয়ে পথে বসবে। কিন্তু তাঁরা বেশিক্ষণ পথে বসে থাকতে পারবে না। পেটের জ্বালায়, পরিজনের দৈনন্দিন চাহিদা পূরণে তাঁদের অবশ্যই কিছু করতে হবে। আর তা করতে না পারলে তখন অপরাধপ্রবণতা ও সামাজিক অপরাধ বাড়বে। অস্থিরতা সৃষ্টি হলে জননিরাপত্তা হুমকির মুখে পড়বে। এসব ভয়াবহ পর্যায়ে পৌঁছানোর আগেই জরুরি পদক্ষেপ নেওয়া হোক।
শিরোনাম
- মুন্সিগঞ্জে মানবদেহের খন্ডিত অংশের সন্ধান
- প্রেমা নেই, শেষ হয়ে গেল পুরো পরিবার
- শুল্ক বৃদ্ধি ‘দুর্বল ও দরিদ্রদের ক্ষতি করে’: জাতিসংঘ
- সিঙ্গাপুরে ডেঙ্গু দমনের প্রধান হাতিয়ার ‘ওলবাকিয়া’
- বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ
- পিঁয়াজ নিয়ে হতাশ মানিকগঞ্জের কৃষকরা
- ম্যান সিটি ছাড়ছেন ডি ব্রুইনা
- মাথায় গুলি নিয়ে চলে গেল জুলাই আন্দোলনের যোদ্ধা হৃদয়
- কবে মাঠে ফিরছেন বুমরাহ?
- ফের চেন্নাইয়ের অধিনায়কত্ব সামলাতে পারেন ধোনি
- শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ
- পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলো স্ত্রী
- জেলেনস্কির নিজ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত
- সদরঘাটে রাজধানীমুখী মানুষের ঢল
- দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরছেন মানুষ
- ঐশ্বরিয়া ছেলের বউ, নিজের মেয়ে নয়; কেন বলেছিলেন জয়া বচ্চন?
- আরো বাড়ল মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা
- গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৬
- আত্মরক্ষার জন্য ইরানের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে : সৌদি যুবরাজকে পেজেশকিয়ান
- নির্বাচনে অনিশ্চয়তা বাড়াবে জটিলতা
বেকারত্ব বাড়ছে
প্রতিকারে জরুরি পদক্ষেপ নিন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর