দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীন বৃদ্ধিতে কষ্টে আছে দেশের মানুষ। দিন এনে দিন খাওয়া মানুষের দুর্ভোগের শেষ নেই। জুলাই বিপ্লবে স্বৈরাচার পতনের পর জনগণ আশা করেছিল- অন্তর্বর্তী সরকার কঠোর হাতে বাজার নিয়ন্ত্রণ করবে। সে প্রচেষ্টাও লক্ষণীয়। তদারকি, মনিটরিং আছে। কিন্তু মুনাফালোভী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না। তারা নানাভাবে কলকাঠি নাড়ছে। ফলে বাজারের অস্থিরতা কাটছে না। জনগণ পেরেশান, সরকার বিব্রত। এর মধ্যে আবার অর্থবছরের অর্ধেক পার করে এসে, বিভিন্ন পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক ও আবগারি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে শতাধিক পণ্য ও সেবার দাম বাড়ার আশঙ্কা সৃষ্টি হলো। এতে মানুষের ক্রয়ক্ষমতা আরও কমে যাবে। মোবাইল ফোন সেবার ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে। ভ্যাটের চাপে নিশ্চিতই ভোক্তাদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা হবে। মুদ্রাস্ফীতি বাড়বে। নতুন করে সংকটে পড়বে ব্যবসাবাণিজ্য; যার নেতিবাচক প্রভাব পৌঁছাবে জাতীয় অর্থনীতি পর্যন্ত। বিশেষজ্ঞের মতে, গণ আন্দোলন-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের সাজসাজ রবে যখন জনগণের প্রত্যাশা আকাশছোঁয়া- এমন একটা সময়ে ভ্যাট নিয়ে এ সিদ্ধান্ত বিবেচনাপ্রসূত হয়নি। এর ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিদেশি বিনিয়োগেও বিরূপ প্রভাব পড়বে। কর্মসংস্থানের সুযোগ সঙ্কুচিত হবে। বস্তুত প্রত্যাশিত বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দীর্ঘমেয়াদি কর সুবিধার পাশাপাশি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ রক্ষা জরুরি। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি, বেসরকারি খাতসহ সব অংশীজনের সম্মিলিত, সুচিন্তিত পদক্ষেপ প্রয়োজন। রাষ্ট্রের আয়ের প্রধান উৎস হওয়া উচিত প্রত্যক্ষ কর। তার আওতা না বাড়িয়ে ভ্যাটের ওপর জোর দেওয়া বিজ্ঞচিত সিদ্ধান্ত হচ্ছে কি না, দ্বিতীয়বার ভাবা উচিত। কোনো আন্তর্জাতিক সংস্থার শর্ত মানতে গিয়ে জনগণের ওপর করের ভার চাপিয়ে দেওয়া, তাদের জন্য বোঝার ওপর শাকের আঁটির মতো দুঃসহ হয়ে উঠবে। রাষ্ট্রের আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ করের আওতা বৃদ্ধি, কর ফাঁকি বন্ধ এবং এ খাতে অনিয়ম-দুর্নীতি রোধের মাধ্যমেই আসতে পারে প্রকৃত সমাধান। সংকটের সেই গোড়ায় হাত দিলেই স্বস্তি পাবে দেশের মানুষ।
শিরোনাম
- বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- অনুষ্ঠান থেকে ফেরার পথে দুই ভাইকে কুপিয়ে জখম
- মুন্সিগঞ্জে মানবদেহের খন্ডিত অংশের সন্ধান
- প্রেমা নেই, শেষ হয়ে গেল পুরো পরিবার
- শুল্ক বৃদ্ধি ‘দুর্বল ও দরিদ্রদের ক্ষতি করে’: জাতিসংঘ
- সিঙ্গাপুরে ডেঙ্গু দমনের প্রধান হাতিয়ার ‘ওলবাকিয়া’
- বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ
- পিঁয়াজ নিয়ে হতাশ মানিকগঞ্জের কৃষকরা
- ম্যান সিটি ছাড়ছেন ডি ব্রুইনা
- মাথায় গুলি নিয়ে চলে গেল জুলাই আন্দোলনের যোদ্ধা হৃদয়
- কবে মাঠে ফিরছেন বুমরাহ?
- ফের চেন্নাইয়ের অধিনায়কত্ব সামলাতে পারেন ধোনি
- শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ
- পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলো স্ত্রী
- জেলেনস্কির নিজ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত
- সদরঘাটে রাজধানীমুখী মানুষের ঢল
- দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরছেন মানুষ
- ঐশ্বরিয়া ছেলের বউ, নিজের মেয়ে নয়; কেন বলেছিলেন জয়া বচ্চন?
- আরো বাড়ল মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা
- গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৬
ফের ভ্যাটের চাপ
দেয়ালে পিঠ ঠেকে যাবে ভোক্তার
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর