গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ম্যাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে গোপালগঞ্জ পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি শুরু হয়।
প্রথম দিনে ফগার মেশিন ব্যবহার করে আবাসিক হল, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের কোয়ার্টারসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মশা ও লার্ভা নিধনের ওষুধ ছিটানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার তত্ত্বাবধানে নিয়মিতভাবে এ কর্মসূচি পরিচালিত হবে।
বিডি প্রতিদিন/এএ