চেহারার সাথে ছবি মিলিয়ে পরিচয় যাচাই না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে পর্দানশীল নারীরা। আজ বুধবার বেলা ১১টায় জেলা নির্বাচন অফিসের সামনে এই সমাবেশের আয়োজন করে জেলা পর্দানশীন নারী সমাজ নামক একটি সংগঠন।
সমাবেশে বক্তব্য রাখেন, নূরজাহান মতি, মালঅ খাতুন, মারিয়া খাতুন, সায়েরা খাতুন প্রমুখ।
সমাবেশে বক্তাগণ বলেন, শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দানশীন নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। গত ১৬ বছর যাবত অসংখ্য পর্দানশীন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্রেও করা হচ্ছে বঞ্চিত। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে। পর্দানশীন নারীরা এসব হেনস্থার অবসান চান। এসময় চেহারার বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি জানানো হয়।
পরে জেলা নির্বাচন অফিসার ও জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ