মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেলের ধাক্কায় রাকিব বেপারী (১৫) নামে এক ভ্যানচালক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রাকিব উপজেলার পুর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের দাদন বেপারীর ছেলে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, অভাবের কারণে লেখাপড়া ছেড়ে সংসারের হাল ধরার জন্য কিশোর রাকিব বেশ কিছুদিন ধরে এই ছোট বয়সেই রাস্তায় ভ্যান চালাতে নেমে পড়ে। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার সমিতিরহাট চৌরাস্তার মোড়ে ভ্যানযোগে যাত্রী নিয়ে যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে করে সে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পুর্ব এনায়েতনগর ইউপি পরিষদের চেয়ারম্যান নেয়ামুল আকন জানান, রাকিব অল্প বয়সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বিষয়টি আসলে দুঃখজনক।
বিডি প্রতিদিন/আশিক