সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামী রবি ও সোমবার অনুষ্ঠিত হবে। এই পূজাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট। জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে নানা আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। আর এ পূজার প্রধান অনুষঙ্গ হলো সরস্বতী প্রতিমা। তাই কারিগররা জেলা শহরের খাটরা কালীবাড়িসহ বিভিন্ন স্থানে প্রতিমা নিয়ে বসছেন।