কুমিল্লার সদর দক্ষিণে চার বছরের শিশু নাবিলা ধর্ষণ ও হত্যা মামলার আসামি মেহরাজ হোসেন তুষারকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কুমিল্লা জেলা নারী ও শিশু ট্রাইব্যুনাল-১-এর বিচারক নাজমুল হক শ্যামল গতকাল এ রায় দেন। বাদী পক্ষের আইনজীবী শরীফুল ইসলাম তথ্য নিশ্চিত করেন।
দন্ডপ্রাপ্ত মেহরাজ হোসেন তুষার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের আলী আশরাফের ছেলে।
২০১৮ সালের ১৭ ডিসেম্বর চকলেটের লোভ দেখিয়ে নাবিলাকে ধর্ষণ করা হয়। পরে তাকে হত্যা করে নির্মাণাধীন এক বাড়ির কার্নিশে সিমেন্টের ব্যাগে মুড়িয়ে রাখে মেহেরাজ। দীর্ঘ সময় নাবিলাকে পরিবারের লোকজন না দেখে খোঁজাখুঁজি ও মাইকিং করেন। পরদিন শিশুটির লাশ পাওয়া যায়। এ ঘটনায় নাবিলার দাদা কুমিল্লা সদর দক্ষিণ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।