গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক সাঁওতাল নারীকে মারধর ও তার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিএনপির বহিষ্কৃত নেতা রফিকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল গোবিন্দগঞ্জ চৌকি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বুধবার তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ৩ জানুয়ারি উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট আদিবাসী পল্লীর জমি নিয়ে বিরোধের জেরে ফিলুমিনা হাঁসদা এবং তার পরিবারের স্বজনদের ওপর হামলা ও বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ এনে রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুলসহ ৩১ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন ছেলে জুলিয়াস সরেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মামলার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল বুধবার ঢাকার শাহবাগের একটি হোটেল থেকে চেয়ারম্যান রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। গতকাল বিকালে চেয়ারম্যান রফিকুলের পাঁচ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতের কাছে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।