রাতের শহরকে মুখর করে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে চলছে ঈদ-পূর্ব নাইট কার্নিভ্যাল। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত জেগে থাকা এ মেলায় একসঙ্গে মিলেছে শপিং, খাবার আর বিনোদনের রঙিন সমাহার। লাইফস্টাইল ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সাজানো এ আয়োজনে ভোক্তাদের জন্য তৈরি করা হয়েছে ওয়ান-স্টপ শপিংয়ের সুযোগ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ লাইফস্টাইল নাইট কার্নিভ্যাল চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলবে এ জমজমাট আয়োজন। ই-বিটস আয়োজিত এবং গোল্ড স্যান্ডস গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ কার্নিভ্যাল যেন এক অন্যরকম ঈদের আমেজ নিয়ে এসেছে রাজধানীবাসীর জন্য। গতকাল সন্ধ্যায় মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, আবাসন, পোশাক, কসমেটিকস, ম্যারেজ অ্যারেঞ্জ প্রতিষ্ঠানসহ প্রায় ২৫-৩০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এ কার্নিভ্যালে। বিভিন্ন বয়সের দর্শনার্থীদের পদচারণে মুখর মেলা প্রাঙ্গণ। ঈদের কেনাকাটার জন্য যেন এক আদর্শ স্থান হয়ে উঠেছে আইসিসিবি।
পোশাকের স্টলগুলোতে দেখা গেছে টুয়েলভ, ঢাকাই জামদানি, পার্তুম, ক্লাসিরো, সুলতানা বাই গ্যামাক্সি, এক্সো, কালপাতুর, সেইলর, আরবান এটাইআর, রোহা থাই, স্বপনীল হাউস, জিজি অ্যাপারেল, ন্যাচার ফর হিউম্যান, আরগুস জুয়েলারি অ্যান্ড অ্যাকসেসরিজ, সাইস, ট্রাস্ট ফেশন জুয়েলারির মতো জনপ্রিয় ব্র্যান্ডের সমাহার। আবাসন খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ছুটি কক্সবাজার লিমিটেড, প্রবাসীপল্লী গ্রুপ, ভাইয়া হোটেল, গোল্ডসেন্ডস হোটেল অ্যান্ড রিসোর্ট। এ ছাড়া, বিবাহযোগ্য পাত্র-পাত্রী খুঁজে দিতে ম্যারেজ সল্যুশন বিডির মতো সেবামূলক প্রতিষ্ঠানও অংশ নিয়েছে এ কার্নিভ্যালে। খাবারের স্টলগুলোতেও ছিল বৈচিত্র্যময় আয়োজন। ভিনটেজ বেক অ্যান্ড কেক, স্টারেস্ট, ফাতেমা বনিদি খানা, ছায়াতল, গ্রিন চিলি, কিউকিউ ফরমসা স্মুথি অ্যান্ড আইসক্রিমের মতো স্টলগুলো দর্শনার্থীদের রসনা তৃপ্তির জন্য প্রস্তুত ছিল। কার্নিভ্যালের আয়োজক ই-বিটসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিকা আফরিন বুশরা বলেন, মূলত লাইফস্টাইল ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে ফোকাস করেই এই কার্নিভ্যালের আয়োজন করা হয়েছে। ঈদ সামনে রেখে একটি পরিবারের প্রয়োজনীয় সবকিছু যেন এক ছাদের নিচে পাওয়া যায়, সেই লক্ষ্যেই এ আয়োজন। তিনি বলেন, প্রথম দিনের প্রতিকূলতা কাটিয়ে দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ভালো সাড়া পাওয়া গেছে। ছুটির দিন হওয়ায় ইফতারের সময় থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করে। সাহরি পর্যন্ত এ ভিড় অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে। তিনি আরও বলেন, সব মিলিয়ে, আইসিসিবির এ লাইফস্টাইল নাইট কার্নিভ্যাল যেন ঈদের আগে রাজধানীবাসীর জন্য এক অনন্য উপহার। রাতের আলোয় কেনাকাটার পাশাপাশি মুখরোচক খাবার আর আনন্দময় পরিবেশে কার্নিভ্যালটি হয়ে উঠেছে এক অন্যরকম ঈদ উৎসব।