চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে ছুরিকাঘাতে রমজান আলী (২০) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে। রমজান আলী উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব তারাখোঁ গ্রামের মৃত হানিফের ছেলে। এ ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দাঁতমারা ইউনিয়নের হাসান নিজামী, একই ইউনিয়নের মহিম উদ্দিন, মো. ফোরকান এবং হাতিমারা গ্রামের পিয়ার আহম্মদ। জানা যায়, মোটরসাইকেল চুরির ইস্যুকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে বাগবিত ায় শুরু হয়। পরে একপর্যায়ে উত্তেজিত হয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে রমজানের মৃত্যু হয়।