বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, ‘ফ্যাসিস্ট হাসিনার শাসনামলের ১৬ বছরে সংঘটিত সব হত্যা, গুম, নির্যাতনের বিচার হবে’। তিনি বলেন, ‘শুধু পিলখানা ট্র্যাজেডির ৫৭ সেনা কর্মকর্তা হত্যার বিচার হলে শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হবে। পালানোর আগেও যে গণহত্যা চালিয়েছে, তারও বিচার হবে। শেখ হাসিনা আর কখনোই দেশে ফিরতে পারবে না’। গতকাল বিকালে যশোরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। শহরের হোটেল অরিয়নে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা এ সভায় অংশ নেন। প্রধান অতিথির বক্তৃতায় আমান উল্লাহ আমান নেতা-কর্মীদের উদ্দেশে আরও বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। ষড়যন্ত্র চলছে, আরও হবে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। সবাই ঐক্যবদ্ধ থাকলে সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।