পেটে বাচ্চা নিয়ে মারা গেল মা বন্যহাতি। গতকাল বেলা ৩টার দিকে রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে কাইংটংপাড়ায় এ ঘটনা ঘটে। বন কর্মকর্তারা বলছেন, প্রসববেদনার যন্ত্রণায় বাচ্চাসহ মৃত্যু হয়েছে মা হাতির। হাতিটি উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। কাইংটংপাড়ার গভীর জঙ্গলে হঠাৎ প্রসববেদনা ওঠে একটি বন্যহাতির। এ সময় তার সঙ্গে থাকা হাতির পাল চিৎকার করতে থাকে। চিৎকারের শব্দে গ্রামের আশপাশের মানুষ ভয়ে পালাতে তাকে। কিন্তু পরে কাছে গিয়ে দেখে একটি গর্ভবতী বন্যহাতি প্রসববেদনায় চিৎকার করছে। বিষয়টি দেখে স্থানীয়রা খবর দেয় বন বিভাগকে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যান কাপ্তাই উপজেলা পাল্পউড বন কর্মকর্তারা। কিন্তু তার আগেই পেটে বাচ্চা নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে মা বন্যহাতিটি। পশু চিকিৎসক চিরজিৎ চাকমা বলেন, ‘হাতির প্রসববেদনা উঠলেও বাচ্চা প্রসব করতে পারেনি। কারণ বাচ্চার অবস্থান ঠিক ছিল না। দীর্ঘক্ষণ প্রসববেদনার কারণে পেটে বাচ্চা নিয়ে মা হাতির মৃত্যু হয়েছে। আমরা চেষ্টা করেছি পেটের বাচ্চা বাঁচাতে। কিন্তু মায়ের সঙ্গে শাবকও মারা গেছে।’