দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা বেড়েছে। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ সেবা চালু করেছে বাংলাদেশ পুলিশ। হটলাইন সেবার মাধ্যমে তাৎক্ষণিক সেবা চালু করেছে সংস্থাটি। দেশের যেকোনো স্থানে এরূপ ঘটনা ঘটলে এ হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে। নম্বর গুলো হলো : ০১৩২০০০২০০১ অথবা ০১৩২০০০২০০২ ও ০১৩২০০০২২২২। নম্বরগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে। এছাড়া সাইবার অপরাধের শিকার নারীদেরকে আইনি সেবা ও সুরক্ষা দিতে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ আগের মতোই চালু রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।