রাজধানীর হাতিরঝিলে ব্রিজের ওপর একটি চলন্ত গাড়িতে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে দুপুর ১টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, হাতিরঝিলে একটি ওভারপাসে ওঠার মুখে চলন্ত একটি মাইক্রোবাসে অগ্নিকান্ড ঘটে। তারা ১২টা ২৫ মিনিটে খবর পান এবং সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট পাঠানো হয়। কিন্তু তীব্র যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়।
এদিকে, ঘটনা প্রসঙ্গে হাতিরঝিল থানার এএসআই জিহাদুল ইসলাম জানান, হাতিরঝিলের ওভারপাসে হঠাৎ করেই মাইক্রোবাসটির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে গাড়িটি দাউ দাউ করে জ্বলে ওঠে। আশপাশের গাড়িগুলো দ্রুত সরে গেলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মহানগর ব্রিজের ওপরে একটি প্রাইভেটকারে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রথমে মাইক্রেবাসে ধোঁয়া দেখতে পান, এরপর আগুন জ্বলে ওঠে। চালক দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে রাস্তায় যানজট তৈরি হয়।