খুলনা নগরীতে কমছেই না মশার উপদ্রব। ড্রেনেজ নির্মাণকাজে ধীরগতি, বস্তি এলাকার ঘিঞ্জি পরিবেশে ডোবা-নালা, মূল ড্রেনের সঙ্গে সংযুক্ত ছোট ড্রেনের কারণে হচ্ছে এডিস মশার বিস্তার। সেই সঙ্গে মশক নিধনের ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক নেতারা। এদিকে মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষায় নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনাসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে গতকাল প্রতিবাদী মশারি মিছিল হয়েছে। সচেতন নাগরিকদের সংগঠন খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এ মিছিল হয়।
নগরীর পিকচার প্যালেস মোড়ে সমাবেশের পর মশারি মিছিলটি বের হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট আ ফ ম মহসীন। এ সময় বক্তারা বলেন, মশক নিধনে সিটি করপোরেশন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এতে ব্যবসাবাণিজ্য, শিক্ষার্থীদের লেখাপড়াসহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাঝেমধ্যে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে কিছু ওষুধ ছিটালেও নগরীর বিস্তীর্ণ এলাকা তার আওতায় আসেনি। ড্রেন, খাল, পুকুর, ডোবা, জলাশয়, নর্দমা, ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মানসম্মত ভেজালবিহীন কীটনাশক পরিকল্পিত উপায়ে ছিটানো প্রয়োজন। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও সমাবেশে জানানো হয়।