৯ মাস পর ভারত-বাংলাদেশের রাধিকাপুর ও দিনাজপুরের বিরল সীমান্ত পথে আমদানি করা মালবাহী ট্রেনে বিরল রেল স্টেশনে পণ্য আসার পর কাস্টমস ও ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন শেষে গন্তব্যের দিকে ছুটে যায়। ভারত-বাংলাদেশের মধ্যে আবারও বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠার সূত্রপাত হলো। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পণ্যবাহী ট্রেনটি ৪৬টি ক্যারেটে বিপুল পরিমাণ চীনামাটির ডাস্ট (টাইলসের কাঁচামাল) বহন করে বাংলাদেশে আসে। বিরল ইমিগ্রেশন কর্মকর্তা আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ মে ২০২৪ সর্বশেষ ভারত থেকে মালামাল নিয়ে একটি ট্রেন এ পথ দিয়ে বিরল রেল স্টেশনে আসে। এর দীর্ঘ ৯ মাস পর গত বুধবার বিকালে এই ট্রেনটি ভারতের রাধিকাপুর রেলওয়ে স্টেশন দিয়ে দিনাজপুরের বিরল ইমিগ্রেশন হয়ে বিরল রেল স্টেশনে এসে পৌঁছে।
উল্লেখ্য, ভারত-বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে রেলপথে পণ্য আমদানি ও রপ্তানির তিনটি রুট ব্যবহার করা হয়। এর মধ্যে রাধিকাপুর-বিরল, গেদে-দর্শ্বনা, পেট্রাপোল ও বেনাপোল এই তিনটি পথ।