অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, একুশে পদক প্রদান অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের গ্রুপ ফটোসেশনের রেওয়াজে পরিবর্তন আনা হচ্ছে। চলতি বছরের একুশে পদক প্রদান অনুষ্ঠান থেকে গ্রুপ ফটোসেশনের প্রচলিত রীতি বাদ দেওয়া হবে। গতকাল সংস্কৃতি মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে উপদেষ্টা এ কথা জানিয়েছেন।
তাতে বলা হয়, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গুণিজনদের গ্রুপ ফটোসেশন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। পূর্বপ্রচলিত রীতি অনুযায়ী সরকার বা পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে পুরস্কারপ্রাপ্তদের একটি গ্রুপ ফটোসেশন আয়োজন করা হয়। এটি আর থাকছে না।