রাজধানীর ডেমরা রোডে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। তার নাম হৃদয় (৩০) বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল সকাল পৌনে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথমে গুরুতর অবস্থায় চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে হৃদয়কে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ডেমরা থানার এসআই শীতল কুমার জানান, সকালে খবর আসে যাত্রাবাড়ী-ডেমরা রোডের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের পাশে রাসেল ব্রিজের ওপর একটি দুর্ঘটনা ঘটেছে।
পরবর্তীতে সেখানে গিয়ে জানা যায়, নরসিংদীগামী এক্সপ্রেসওয়েতে একটি কাভার্ডভ্যান দাঁড় করানো ছিল। ঘন কুয়াশার কারণে পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যান সেটিতে ধাক্কা দেয়। এতে রশিদ এ্যাগ্রোর কাভার্ডভ্যানের চালক হৃদয় নিহত হন। তার হেলপার এবং অন্য গাড়িটির চালক ও হেলপার আহত হন। আহতরা হলেন- নাজমুল (৪৫), বাবু (২৩) ও শারফিন (৬০)। দুটি গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।