আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বগুড়ার সাতটি সংসদীয় আসনে আগাম নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে। নেতারা দলের কর্মী ও সাধারণ মানুষের কাছে যাওয়া শুরু করেছেন। বগুড়া বিএনপির ঘাঁটি হলেও টানা ১৫ বছর আওয়ামী লীগ নানাভাবে দখলে রেখেছিল কয়েকটি আসন। আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপির দুর্গে আবার হাওয়া লেগেছে আগাম নির্বাচনের।
দিন তারিখ ঠিক না হলেও সম্ভাব্য প্রার্থীরা জানান দিচ্ছেন সভা সেমিনার ও বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হয়ে। এদিকে জামায়াতসহ ইসলামী দলগুলোর ঐক্য হওয়ার বিষয়টি প্রচার হলে তারাও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
তবে জেলা বিএনপির নেতারা বলছেন, এবার বগুড়ায় চমক থাকতে পারে তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে ঘিরে। তাদের ধারণা এ দুই হ্যাভিওয়েট নেতা বগুড়ায় প্রার্থী হবেন।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ-অর্থ সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম টিটু, জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী প্রার্থী হওয়ার জন্য মাঠে ছুটে চলছেন।
এদিকে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দীনকে দলীয়ভাবে প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি আবার একক প্রার্থী হিসেবে জামায়াত থেকে এ আসনে সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামানকে ইতোমধ্যেই মনোনীত করেছে। বিএনপি নেতা মীর শাহে আলম ও জামায়াতের শাহাদাতুজ্জামানের মধ্যে লড়াই হলেও নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না তার অতীত রাজনৈতিক ঐতিহ্য নিয়ে মাঠে নেমেছেন। করছেন সভা, সমাবেশ। মান্না এ আসনের হ্যাভিওয়েট প্রার্থী।
বগুড়া-৩ (আদমদিঘি-দুপচাঁচিয়া) আসনটিতে বিএনপির হ্যাভিওয়েট প্রার্থীর ছড়াছড়ি। বিএনপির প্রার্থী হিসেবে বগুড়া শহর বিএনপির সভাপতি ও সরকারি আজিজুল হক কলেজের সাবেক জিএস অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এবার প্রার্থী হবেন। এ আসনে বিএনপির অন্য প্রার্থীরা হলেন- বগুড়া বার সমিতির সভাপতি আতাউর রহমান খান মুক্তা, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আবদুল মহিত তালুকদার, বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল।
বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে এবার প্রার্থী হতে মাঠে নেমেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন। এ আসনে জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তায়েব আলী দলীয় প্রার্থী হবেন। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন- সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুর রহমান হারেজ, শিল্পপতি আসিফ রব্বানী সানভি, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু। জামায়াতের একক প্রার্থী হিসেবে ব্যবসায়ী মাওলানা দবিবুর রহমান কাজ শুরু করেছেন।
বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হতে পারেন।