হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের প্রবাসী যাত্রী সাঈদ উদ্দিনকে রক্তাক্ত করার ঘটনায় দুই নিরাপত্তাকর্মীকে বিমানবন্দরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া জানান, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তারা সুষ্ঠুভাবে তদন্ত করেছে। তদন্তের ভিত্তিতে তাদের ফেরত পাঠানো হয়েছে (বাহিনীতে)।
গতকাল দুপুরে বেবিচক কার্যালয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অগ্রগতি নিয়ে করা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নিরাপত্তাকর্মীরা যথেষ্ট পোলাইট (নম্র) ছিল, তবে তাদের আরও পোলাইট হতে হবে। যাত্রীদেরও আরও সহনশীল আচরণ করতে হবে।
চলতি বছরের শেষের দিকে তৃতীয় টার্মিনালে অপারেশন শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, তৃতীয় টার্মিনালের ৯৯ শতাংশ কাজ শেষ। টার্মিনালের সামনে অ্যাপ্রোনের কাজও শেষ। সেটি শিগগিরই ব্যবহার করা যাবে। টার্মিনালের দুই কর্নারে সিলিং এবং বোর্ডিং ব্রিজের কিছু কাজ বাকি আছে। আগামী মার্চের মধ্যে এসব কাজ শেষ হবে। সব কাছে গিয়ে থাকলেও এখন পর্যন্ত ভিভিআইপি ৬৫ শতাংশ শেষ হয়েছে। আমরা এটি দ্রুত শেষ করার চেষ্টা করছি।